Thursday, September 4, 2014

তারাপুরের একটা গল্প – একজন বৈজ্ঞানিকের জবানিতে

১৯৬০ এর দশক। তারাপুরের Atomic Reactor চুল্লিতে Radioactive water leak। লেখাপড়া জানা ইঞ্জিনিয়াররা ক্যাম্পাস বয়কট করলেন নিজেদের আর পরিবারের নিরাপত্তার চিন্তায়। বললেন – এই বিষাক্ত জল না সরলে কাজে যোগ দেবেন না। রয়ে গেল ঠিকা শ্রমিকের দল। তদানিন্তন BARC Chairman শ্রীনিবাসন সাহেব ডিনারে বসে বললেন “Give those buggers 50 Rupees, they will clean it up”। তথাস্ত – যেমন ভাবা তেমন কাজ। ঠিকা শ্রমিকের দল ৫০ টাকা মজুরিতে ১৮ ঘন্টা খেটে জীবনের সেরামজুরিতে কাজ করে ক্যাম্পাস দূষণ মুক্ত করে দিলেন। তখন বম্বে কলকাতা এসি ট্র্রেন ভাড়া ৫৩ টাকা। সুতরাং ৫০ টাকা মজুরি ১৮ ঘনটা কাজের জন্য অনেকটাই। শুধু একটা শর্ত – তাদের আর কোনোদিন কোনোকাজে ডাকা যাবেনা।
৬ মাস পর, ব্যক্তিগত উদ্যোগে খবর নিতে গেলে দেখা গেল তাদের মধ্যে ৬ জন মারা গেছেন ২০ দিনের মধ্যে বাকিদের খবর নেই।
৫ই জুন ২০১১, PBBPA Workshop এ এক বৈজ্ঞানিকের জবানবন্দির ভিত্তিতে অনুলিখিত।

No comments:

Post a Comment